top of page
কবিরাজ কথা
লেখকঃ গৌতম ব্রহ্ম

বাংলা তথা ভারতীয় আদি চিকিৎসা পদ্ধতি মানেই কবিরাজি। বহু ঋষি মুনির হাত ধরে এই প্রাচীন চিকিৎসা আজও বিরাজমান। কথিত আছে বহু জটিল দুরারোগ্য ব্যাধি যা আজও অষুধ দুর হয় না। তার নিরাময় ঘটে সম্পূর্ণ প্রকৃতি ও গাছ গাছড়ার ওপর নির্ভর করে। এই গ্রন্থে সেই সব ঘরোয়া চিকিৎসা পদ্ধতিকেই তুলে আনা হয়েছে।
bottom of page