লেখকঃ সুভাষ মুদি
গোটা বাংলার বিভিন্ন প্রান্তে আদিবাসী জনজাতিদের মতোই আছেন কোড়া ও মুদি সমাজ ভুক্ত একটি জনগোষ্ঠী। যাঁদের শিক্ষা,সামাজিক রীতি নীতি ও বহু সংস্কৃতি আজ বিলুপ্ত হতে বসেছে। তাঁদের নিয়ে অজানা বহু কাহিনী আছে এই গ্রন্থে।