কবিঃ ডাক্তার সুদীপা মুখার্জী
সুদীপা মুখার্জী পেশায় একজন চিকিৎসক। তার পরেও তিনি আদলে তিনি একজন কবি। তাঁর কবিতায় আছে ভিন্ন সুর। মূলত প্রেম ভালোবাসা আর জীবনের প্রতি মানবিক মূল্যবোধই তাঁর লেখার মূল মন্ত্র।