top of page

পাচ্ছে হাসি, হাসছি তাই

লেখকঃ অলক কুমার সরকার

পাচ্ছে হাসি, হাসছি তাই

েখক আলোক কুমার সরকার একজন কেন্দ্রীয় সরকারের একজন প্রাক্তন অফিসার। খুব ছোটবেলা থেকেই তিনি নানা বিষয়ে সৃজনশীল চিন্তার অধিকারী। চাকরি জীবনের ব্যস্ততার মধ্যেও নিয়মিত পড়াশোনা ও লেখালিখি করে গেছেন। বর্তমান বইটি সম্পূর্ণ নতুন এক ব্যতিক্রমী আঙ্গিকে তিনি রচনা করেছেন। সাধারণত হস্যকৌতুক বা এই ধরনের বইয়ের নাম শুনলেই আমরা মনে করি বিভিন্ন পত্রপত্রিকা ও অন্য বই বা গুগল থেকে টুকে তাঁর একটা সংকলন। কিন্তু না এখানেই ব্যতিক্রমী লেখক আলোক কুমার সরকার। তিনি তাঁর এই গ্রন্থে এমন তিন শতাধিক কৌতুক বা কমেডি রেখেছেন যা সম্পূর্ণ তাঁর নিজস্ব মস্তিষ্ক প্রসূত। যেখানে ভারামো নেই,নেই হাস্যকৌতুকের নাম করে পাঠক কে জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা। বরং তাঁর সৃষ্টি কৌতুকগুলো এতই মজাদার ,হাস্য রসাত্মক ও বুদ্ধিদীপ্ত যা পড়লে হাসি,মজা তো পাবেনই ,একই সঙ্গে পাঠক পাবেন একটি সুন্দর শিক্ষাও। যে বইটি ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই পড়তে পারবেন মন খুলে,এবং আনন্দ পাবেন অনেকে। ১৬০ পৃষ্ঠার সুবিশাল হার্ড বাঁধাই এই মৌলিক বইটির দাম মাত্র ৩০০ টাকা। বইটি পড়লে যেকোনো পাঠক কৌতুক মজার যেকোনো অনুষ্ঠান বা রিয়েলিটি শো তে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন অনায়াসে।

© 2025 by Sandhya Prokashan. Designed by Hold Up

bottom of page