top of page
তাকে ছুঁতে চেয়ে নামে রাত
লেখিকাঃ অর্পিতা দে

আধুনিক কবিতা বলতে আমরা সচরাচর যে ধরনের কবিতা বুঝে থাকি,এই কাব্যগ্রন্থটি সে পথে হাঁটেনি।দুর্বোধ্য ভাবনার জটিল প্রকাশে কবিতাগুলির সঙ্গে পাঠকের দূরত্ব রচনার কোন প্রয়াস নেই এই কাব্যগ্রন্থে। লাল মাটির শান্তি নিকেতনের মানুষ কবি,তাঁর কবিতাগুলোও সেই মাটির গন্ধ মাখা।যেন শব্দের পরে শব্দ সাজিয়ে প্রতিদিনের ধূলিমলিন জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ পাওয়া-না পাওয়ার ছবি এঁকেছেন তিনি।বিচিত্র বিষয়ে বিচরণ করেছে তাঁর কবিতাগুলি। কখনো তারা প্রেমে নিমগ্ন, কখনো বিরহে বিধুর, কখনো বা একান্ত ব্যক্তিগত স্মৃতিচারণায় মেদুর।আমাদের চেনা জীবন থেকে উঠে আসা আটপৌরে জীবনের গল্প শোনাবে এই কাব্যগ্রন্থ। পড়তে পড়তে পাঠকের মনে হবে এ তো তাঁরও কথা।পাঠকের সঙ্গে একাত্ম হয়ে ওঠার এই গুণটিই কাব্যগ্রন্থটির মূল ইউ এস পি।
bottom of page